ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ঘুর্ণিঝড় মোচা মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, প্রানী সম্পদ কর্মকর্তা আরশাফুল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, খাদ্য কর্মকর্তা কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম , সুরঞ্জিত বৈদ্য, গাজী তোহিদুজ্জামান তোহিদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা সরদার শরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম প্রমুখ।
সভায় দুর্যোগ ব্যবস্থা নিয়ে উপজেলার ঝুকিপূর্ণ স্থানে স্কুল, কলেজ, আশ্রয় কেন্দ্র সার্বক্ষণিক খোলা রাখা, মাইকিং ব্যবস্থা ও জনসচতেনা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।
(0)