ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার চুকনগর প্রতিনিধি গৌতম রাহার পিতা রঘুনাথ রাহা (৭০) কে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে। এসময় তার কাছে নগদ টাকা, জমির কাগজপত্র ও বাইসাইকেল তারা নিয়ে যায়। আহত অবস্থায় তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।
আহত রঘুনাথ রাহা বলেন, চাকুন্দিয়া গ্রামের তার বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে জমিতে যাওয়ার পথে জনৈক মাষ্টার মোতাহার আলীর বাড়ি সন্নিকটে পৌছুলে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার পীরবক্স গাজীর নেত্বত্বে হাবিবুর রহমান, আজিজুর রহমান গাজী, মোঃ কুদ্দুস ও ফারুক হোসেন লাঠিসোটা নিয়ে তার উপর আক্রমন করে।
এসময় তিনি কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করা হয়। এসময় তার কাছে থাকা নগত ৩২ হাজার টাকা, জমির কাগজপত্র ও সাইকেল ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।
(1)