ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ দলিত ও দলিত যুব ঐক্য পরিষদের অয়োজনে ক্রিস্টিয়ান এইড এর সহযোগিতায় বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে ডিগ্রী কলেজ পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবিলম্বে জাতীয় সংসদে বর্ণ বৈষম্য বিলোপ আইন পাসের দাবিতে এবং দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন।
দলিতের অডিট এবং মনিটরিং ব্যাপস্থাপক উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের প্রভাষক শংকর রায়, প্রভাষক কল্যান হালদার। শুভেচ্ছা বক্তব্য ও বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন দলিত সংস্থার কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাস, এ্যাডভোকেসি অফিসার লক্ষী দাস।
অনুষ্ঠান বাস্তবায়ন সহযোগিতায় ছিলেন সোস্যাল মোবিলাইজার উজ্জ্বল দাস, দীপ্তি সরকার, কম্পিউটার প্রশিক্ষক বাধন পাল, পবিত্র দাস প্রমূখ। ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দলিত যুব গ্রুপের সকল সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী, সমাজসেবক, শিক্ষক, শিক্ষার্থীসহ আরও অনেকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
(0)