ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় দুই দিনব্যাপী সাহিত্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আলিফ রেজা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পাবলিক লাইব্রেরির উপপরিচালক হামিদুর রহমান তুষার।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা , প্রকল্প বাস্তবায়ন মোঃ আশরাফ হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শফিকুল আলম ও ইফফাত সানিয়া ন্যান্সি।
(0)