ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলানর ডুমুরিয়ায় নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় অধিকার এখানে,এখনই প্রকল্পের উদ্যোগে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় জেন্ডার বৈচিত্র জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি, কিশোর- কিশোরীদের দৈহিক সু-স্বাস্থ্য এবং মানষিক বিকাশ নির্ভর করে বয়স উপযোগী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও নাগরিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। সভায় বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী শিপ্রা রাণী বিশ্বাস, উপজেলা ব্যবস্থাপক শিব দাস , জেলা ইয়ুথ মবিলাইজার শিখা রাণী বসাক , শিক্ষক গাজী আব্দুস ছালাম, মনীষা মন্ডল , রূপান্তর খুলনার এরিয়া কো-অর্ডিনেটর দিপংকর মন্ডল, সুশীলন উপজেলা কো-অর্ডিনেটর শেখ শহিদুল আহসান, কেয়ার বাংলাদেশের জিইপি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর শামীমা সুলতানা, দি হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি মাসুদ পারভেজ , আশ্রয় ফাউন্ডেশন প্রতিনিধি মোঃ আল আমিন, নাইস ফাউন্ডেশন প্রতিনিধি বাবলুজ্জামান প্রমূখ।
(3)