ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে এ উপলক্ষে রালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মৎস্য পোনা অবমুক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় রালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ইউপি সদস্য আবু বক্কার, প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। সভা শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
(0)