ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ নামাজ আদায় করতে গিয়ে খুলনার ডুমুরিয়ায় জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ইঞ্জিন চালিত ভ্যানটি হারালেন ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ।
শুক্রবার রাতে উপজেলার চুকনগর বাসস্ট্যান্ডে তার উর্পাজনের একমাত্র সম্বল ইঞ্জিন চালিত ভ্যানটি তালাবদ্ধ করে এশার নামাজ আদায় করতে যান। ফিরে এসে দেখেন উক্ত স্থানে ভ্যানটি নেই। এসময় বৃদ্ধ লোকটি উর্পাজনের একমাত্র সম্বল হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।
ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে এরশাদ আলী গাজী (৭৫) জানায় , অভাব অনটনের সংসারে স্ত্রীকে নিয়ে এই বৃদ্ধ বয়সে দুমুঠো খেতে পরে বেঁচে থাকার জন্য তিনি ভ্যান চালান। প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাতে চুকনগর বাসস্ট্যান্ডে ভ্যানটি তালাবদ্ধ করে রেখে এশার নামাজ আদায় করতে যান। এ সুযোগে চোরেরা ভ্যানটি টুরি করে নিয়ে যায়। নামাজ শেষে তিনি ফিরে এসে দেখেন উক্ত স্থানে ভ্যানটি নেই।
এসময় বৃদ্ধের কান্নার শব্দে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। নিজের উর্পাজনের একমাত্র সম্বল হারিয়ে উচ্চস্বরে কাঁদতে থাকেন। এ ঘটনায় তিনি ডুমুরিয়া থানায় অভিযোগ করবেন বলে জানান।
(0)