ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায় সুফলভোগীদের ৩দিনব্যাপী আয় বর্ধনমূলক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ১৮জুন রোববার হতে ২০জুন মঙ্গলবার পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন পল্লী জীবিকায়ন প্রকল্পের উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরদার আব্দুস সবুর।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসান ইমাম, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রনব মল্লিক, বিমল চন্দ্র গোলদার, নিভাম গোলদার, অভিজিৎ তরফদার প্রমুখ।
প্রশিক্ষণ সম্পর্কে পল্লী জীবিকায়ন প্রকল্পের উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরদার আব্দুস সবুর বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক পরিচালিত পল্লী জীবিকায়ন প্রকল্প বাংলাদেশের ২২০টি উপজেলায় পরিচালিত হচ্ছে। গ্রামের দরিদ্র মানুষের আর্থ- সামাজিক উন্নয়নে আইজিএ ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তার ঋণ প্রদান করা হচ্ছে। এইর ধারাবাহিকতায় খুলনার ডুমুরিয়া উপজেলায় এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
(0)