ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে মোঃ রাকিবুল ইসলাম শেখ(১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের আবুল কালাম শেখের ছেলে ও টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় , রাকিবুল ঈদ উপলক্ষে মামার বাড়ী একই উপজেলার খলশী গ্রামে বেড়াতে যায়।
সেখানে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৮ টার দিকে সে ছাগলের জন্য মেহগনি গাছের পাতা ছিড়তে যায়। কিন্তু গাছটির উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ায় শর্টসার্কিট থেকে গাছটিতে সংযোগ হয়ে যায়।
এসময় রাকিবুল গাছে হাত দেওয়া মাত্রই শর্ট খেয়ে ছিটকে পড়ে আহত হয়। খবর পেয়ে তার মামার বাড়ীর লোকজন দ্রুত তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
(7)