ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ায় যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ কর্মসুচীর আয়োজন করে। এরমধ্যে উল্লেখযোগ্য হল ২৬ মার্চ সকাল ৭টায় উপজেলার মহান স্বাধীনতা স্মৃতি সৌধ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আফরোজ শাহীন খসরু, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম), ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবাইদুল হক হাওলাদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি ।
এরপর পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা সাব রেজিষ্টার কার্যালয়, ডুমুরিয়া প্রেসক্লাব, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন আলাপ, খেলাঘর আসর, গণশিল্পী সংস্থা, ক্রিয়েশন কিন্টার গার্টেন, ডুমুরিয়া মহিলা কলেজ। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
(1)