ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষিদের নিয়ে ক্লাস্টার ম্যানেজমেন্টে গুড অ্যাকুয়াকালচার অনুশীলনের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ হল রুমে টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট খুলনার উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী ও সলিডাটি ড্যাড এর কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
(0)