গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়াঃ মুজিব শতবর্ষ উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় প্রধান মন্ত্রীর উপহারের ৪র্থ পর্যায়ের ২শ ঘরের মধ্যে বুধবার ঘর পেয়েছেন ৫০টি পরিবার। বাকী ১৫০টির নির্মাণ কাজ সম্পন্ন হলে হস্তান্তর করা হবে।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী উদ্ধোধনের পর ডুমুরিয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের হল রুমে উপকার ভোগী ৫০টি পরিবারের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান।
উপকার ভোগীরা হলেন খর্ণিয়া ইউনিয়নের পাঁচপোতা আবাসনে ৩৫টি পরিবার, রুদাঘরার মিকশিমিলে ৩৫টি পরিবার, শোলগাতিয়ায় ৭০টি পরিবার, আটলিয়ার বরাতিয়ায় ৩০টি পরিবার, শোভনার চিংড়ায় ২৩টি পরিবার ও গুটুদিয়ার ইউনিয়নের রায়ের মহল আবাসনে ৭টি ঘর হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ের বরাদ্ধের ১৫০টি ঘর নির্মাণাধীন রয়েছে বলে সুত্র জানায়।
এসময় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনাগর (ভূমি) আফরোজ শাহীন খসরু, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমে কর্মীসহ সুধী মন্ডলী উপস্থিত ছিলেন।
(0)