ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৫ দিন ব্যাপী খামার ব্যবস্থাপনা ও বায়োগ্যাস প্লান্ট বিষয়ে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।
বক্তব্য রাখেন উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ সরকার, নাজমুল হোসেন ও জাকির হোসেন এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রীতিশ রায়।
৫ দিনব্যাপি বায়োগ্যাস প্লান্ট প্রশিক্ষণ কোর্সে ২০ জন অংশগ্রহণ করেন।
(0)