গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়াঃ উৎসব মুখর পরিবেশে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বাজারের কাঁচামাল চাঁদনীতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩২৫ ভোটের মধ্যে ৩১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে আব্দুল আজিজ শেখ সভাপতি, মোঃ আসাদুজ্জামান সহ সভাপতি, মোঃ হাসান শেখ সাধারণ সম্পাদক, হাফিজুর রহমান শেখ কোষাধ্যক্ষ, আব্দুর রশিদ গাজী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া ৫টি পদে ৬জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্যা, দপ্তর সম্পাদক প্রহ্লাদ দাস, প্রচার সম্পাদক হায়দার আলী শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান মোল্যা ও নির্বাহী সদস্য এসএম সিদ্দিকুর রহমান ও জি এম আমিনুল ইসলাম। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন এবং যুগ্ম আহ্বায়ক এমএম আব্দুল্লাহ।
প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসেম আলী।
(0)