গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী মাগুরখালিতে ২৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামসংকীর্তনের আজ ২য় দিন। মাগুরখালি মহানাম যজ্ঞ পরিচালনা কমিটির আয়োজনে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩০ গ্রামের সমন্বয়ে দ্বীপ প্রজ্জ্বলন, ভগবত পাঠ ও শুভ অধিবাসের মধ্য দিয়ে ৭দিন ব্যাপি এ অনুষ্ঠান শুরু হয়।
যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি রয়েছে রাধাকৃষ্ণ,পঞ্চতত্ত¡, নৌকা বিলাস, গৃগবরধন পর্বতসহ দেবদেবীর মূর্তি। অনুষ্ঠানে অষ্টসখীসহ দেশের নামীদামী সম্প্রদায় নামামৃত সংকীর্ত্তন পরিবেশন করবেন। যজ্ঞানুষ্ঠান শেষে ২৬ ফেব্রুয়ারি যাত্রাপালা দস্যু রানী ফুলন দেবী, ২৭ ফেব্রুয়ারি ঘোড়া দৌড়, যাত্রাপালা অনুসন্ধান এবং ২৮ ফেব্রুয়ারি রাতে বিশেষ আকর্ষণ ভারতীয় জি বাংলার সারেগামা পা’র শিল্পীদের সমন্বয়ে মেঘা সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠান ঘিরে সাজানো হয়েছে রং বেরঙের তোরণ, লাইটিং, নাগরদোলা, নৌকা দোলা,মিনি ট্রেন, হোটেল রেস্তোরাঁ, আসবাবপত্র সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ছয় শতাধিক পসরার দোকান। ইতোমধ্যে আশপাশে গ্রামগুলোতে প্রতি বাড়িতে তাদের আত্মীয় সজন জাঁকজমক এ অনুষ্ঠান উপভোগ করার জন্য আসতে শুরু করেছে।আয়োজক কমিটির সভাপতি জানান,মাগুরখালী একটি প্রত্যন্ত অঞ্চল যেখানে রাস্তা ঘাট বলতে কিছুই ছিলো না। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নমূলক কাজ হওয়ায় আমরা এখন ডাউন থেকে টাউনে পরিনত হয়েছি। এ কারণে আমাদের অনুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষের উপস্থি’তিতে যেন মিলন মেলায় পরিণত হয়েছে।
ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা আরো বলেন, সনাতন ধর্মীয় অধ্যুষিত মানুষের মাঝে পৌরাণিক দেবদেবীর কাহিনী তুলে ধরে নতুন নতুন অনুষ্ঠানের আয়োজন করে আমি মানসিক ভাবে তৃপ্তি পাই। এ শুধু দেশের মধ্যে নয় ভারতেও যথেষ্ট সুনাম রয়েছে এ অনুষ্ঠানের। অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কমিটির দুই শতাধিক সেচ্ছাসেবক টিম সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বলে তিনি জানান।
(0)