গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়াঃ ডুমুরিয়ার মিকশিমিল রুদাঘরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ২টি পদে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয় থেকে ‘অফিস সহকারি কাম হিসাব সহকারি ও অফিস সহায়ক’ পদের জন্য চলতি বছরের ২০ জানুয়ারি ২টি পত্রিকায় আবশ্যক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ২০ জন প্রার্থী আবেদন করেন। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ মার্চ নিয়োগ পরীক্ষা আহবান করে। কিন্তু নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের আগে ১২ মার্চ খুলনা জেলা প্রশাসক বরাবরে ‘পূর্ব নির্ধারিত প্রার্থীকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার আশঙ্কা’ প্রকাশ করে অফিস সহকারি কাম হিসাব সহকারি পদে রুদাঘরা ইউনিয়নের উজ্জল কুমার সাহা ও অফিস সহায়ত পদে আবেদনকারী মাসুদুর রহমান স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষার দাবি জানায়।
কিন্তু আবেদনকারীরা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে গত ১২ মার্চ খুলনার সিনিয়র সহকারী জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তিকে অবৈধ উল্লেখ করে বিদ্যালয়ের সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডিজির প্রতিনিধিকে বিবাদী করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। কিন্তু ওই মামলায় আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা না আসায় বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৬ মার্চ নিয়োগ পরীক্ষা শেষে ওই ২পদে অন্য ২জন নিয়োগ দেন। তারপর ২৭ মার্চ খুলনার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালকের কার্যালয় থেকে জেলা শিক্ষা অফিসারকে অভিযোগের তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে তদন্তের জন্য অনুরোধ করেন। এছাড়া অনুরুপভাবে খুলনার সহকারী কমিশনার দপ্তর থেকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল সরদার বলেন,আমরা কোন টাকা নেয়নি। তাছাড়া নিয়োগ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র আমাদের হয়রানি করার জন্য এ অভিযোগ।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, খুলনার সহকারী কমিশনারের দপ্তর থেকে আমাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আমি অল্পদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো।
(1)