ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বসন্ত কুমার সরদার (১০১) পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বার্ধক্য জনিত কারণে মারা যান।
জানা যায়, বসন্ত কুমার সরদার ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও যুদ্ধ পরবর্তী সময়ে রিলিফ কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে শোভনার গাবতলা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
(1)