ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি উদয় চক্রবর্তী (৫৫) আর নেই। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি পরলোক গমন করেন।
সাংবাদিক উদয় চক্রবর্তীর পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮ টার দিকে তিনি হৃদ রোগে আক্রান্ত হন। এসময় দ্রুত তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে গাবতলা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ও মরহুমের আত্মার শান্তি কামনায় চুকনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ এক শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন চুকনগর প্রসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি শংকর ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হুসাইন, কোষাধ্যক্ষ এম এম আব্দুল জলিল, সাংবাদিক ইব্রাহিম রেজা, সুমন ব্রহ্ম, গাজী শামীম হোসেন মিঠু, প্রভাষক আব্দুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।
(2)