ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: ডুমুরিয়ার মাগুরখালী বৈঠাহারা মহাশ্মশান মঠ মন্দির কমিটির আয়োজনে সার্বজনীন কালী পূজা উপলক্ষে ৮দলীয় দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মন্দির সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন কৃষ্ণনগর, সুজনসাহা, কাকবাধাল, ডহরি, নাংলা, ময়নাপুর, মান্দ্রা ও পুটিমারী দড়াটানা দল। এতে কাকবাধাল দড়াটানা দল ২-১ পয়েন্টে সুজনসাহা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
খেলা পরিচালনা করেন প্রনব কুমার সরদার। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি সুকৃতি রঞ্জন সরকার। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। ঠাকুরদাস হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শিল্পপতি কৃষ্ণপদ নন্দী, বিষ্ণুপদ মন্ডল, সুকৃতি রঞ্জন সরকার, শিক্ষক আশুতোষ নন্দী, ইউনুস সরদার, অনুকূল মন্ডল, অরুন কুমার প্রমুখ।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আব্দুস সালামের হাতে নগদ ১২ হাজার টাকা ও রানার্সআপ সুজন সাহা দলের হাতে ৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(0)