আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় বেসরকারি মানব কল্যাণ সংস্হা ডুমুরিয়া ফাউন্ডেশনের শোভনা ইউনিয়ন কমিটির উদ্যোগে হত দরীদ্র,অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় পশ্চিম শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফাউন্ডেশনের শোভনা ইউনিয়ন কমিটির আহবায়ক ডাঃ এস,এম, ময়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ শ্যামা প্রসাদ বসাক, বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রনাথ বসাক, অধ্যাপক কে,এম হযরত আলী, পবিত্র কুমার বসাক ,এস,এম হুমায়ুন কবির, গফফার বাওয়ালি দীপক চক্রবর্তী , ডাঃ তরুণ কান্তি, সংস্হার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন এস,এম,টিপু সুলতান, জাহাঙ্গীর আলম মুকুল জি,এম, আবু মুসা প্রমুখ।
(2)