ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলায় যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোবরার সন্ধ্য সাড়ে ৭ টায় কাঁঠালতলা বাজার আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং তাঁর জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক অবঃ মোঃ ইলাহি বখস মোড়ল, ইউপি সদস্য শেখ আব্দুল হালিম মুন্না। ইউপি সদস্য মনিরুজ্জামান রাজুর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন ইউপি সদস্য শিখা রানী বসাক, আওয়ামী লীগ নেতা হযরত আলি মোল্যা, মোফাজ্জল হোসেন মোড়ল, খায়রুল ইসলাম, যুবলীগ নেতা আবু দাউদ মোড়ল, আবু সাঈদ দফাদার, পরিমর বিশ্বাস, আবু বক্কর গাজী, মহিতোষ বিশ্বাস পঙ্কজ কুমার মল্লিক, শংকর রায়,আবু সাঈদ, শাহরিয়ার আল-মামুন, শাহাদাত হোসেন ফারুক হোসেন, শাহাবুদ্দিন মোড়ল, ইকবাল হোসেন মোড়ল প্রমুখ।
(2)