ব্যাপক আয়োজন ও ধর্মীয় উৎসবের মধ্যে দিয়ে ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের খোরেরাবাদ ও বৈঠাহারা সর্বজনীন মন্দির প্রাঙ্গনে তিনদিন ব্যাপি শ্রী শ্রী জগদ্ধাত্রী পূঁজা সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম দিন বৃহস্পতিবার সকালে মঙ্গলঘট স্থাপন, সন্ধায় আরতী, পবিত্র গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর দ্বিতীয় দিন শুক্রবার ত্রিকালীন জগদ্ধাত্রী পূঁজা শেষে রাতে পৌরাণিক যাত্রাপালা পুষ্পমালা অনুষ্ঠিত হয়। এরপর শেষ দিন শনিবার দশমী পূঁজা ও যাত্রমঙ্গল অন্তে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূঁজা সম্পন্ন হয় এবং রাতে ধর্মীয় যাত্রপালা কালো মেয়ের রাঙ্গা চরণ মঞ্চস্থ হয়। বিশাল ওই পূঁজা পরিচালনায় সভাপতিত্ব করেন বিমল কৃষ্ণ মিস্ত্রী, সহ-সভাপতি বিনোধ বিহারী সানা, সম্পাদক বিমল কৃষ্ণ মন্ডল, সহ-সম্পাদক, কালীপদ মন্ডল, অসীম সরকার, বিজন বিহারী সানা, চঞ্জল ঢালী, সাংগঠনিক দিলীপ বিশ্বাস, শংকর সরকার, বিকাশ সরকার, তুষার কান্তি মন্ডল, সুনীল কৃষ্ণ রায়, অতুল কৃষ্ণ মিস্ত্রী ও হরেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)