সভায় বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, আ’লীগ নেতা আসফর হোসেন জোয়াদ্দার, এমএম সুলতান আহমেদ, বিরাজ কান্তি মল্লিক, সুধীর বিশ্বাস, আরশাদ সরদার, মুক্তিযোদ্ধা আতিয়ার মোড়ল, শিলা রানী মন্ডল, ইউপি সদস্য কবিতা রানী, ইউপি সদস্য সরদার মাসুদ রানা, মেহেদী হাসান মিন্টু ও আনাদী বিশ্বাস, গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী আব্দুল মজিদ, ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক মফিজুল ইসলাম সানা, সুকৃতি মন্ডল, ছাত্রলীগের শামীম সরদার, বিপ্লব মন্ডল প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(14)