ডুমুরিয়ায় এনজিও সংস্থা চেতনা ফাউন্ডেশনের উদ্যোগে জনস্বাস্থ্য বিষয়ক এক অবিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয়ে এবং তাঁর সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়। এ সময় বক্তব্যদেন, সংস্থার উপজেলা ম্যানেজার দেবাশীষ চন্দ্র ঢালী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তনিমা ইসলাম, সংস্থার চীপ সুপার ভাইজার চিন্ময় সরকার, সহকারী সুপার ভাইজার উৎপল কুমার বিট, ভগিরথ মন্ডল, সুভাষ দাস, পলাশ কুমার মিস্ত্রী ও শিউলী রানী দাস প্রমুখ।
-আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)