চুকনগর প্রতিনিধিঃ ডুমুরিয়ার বেতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এক ছাত্রীকে মারপিটের ঘটনায় সরেজমিনে তদন্ত করেছে উপজেলা কর্তৃপক্ষ। আজ রোববার বেলা ১১টার সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহা আলম মাত্তব্বর ও আব্দুল্লাহ আল মামুন স্বপনের নেতৃত্বে ২ সদস্য টিম বিদ্যালয়ে আসেন। তারা প্রায় ২ ঘন্টা উভয় পক্ষের বক্তব্য লিখিত আকারে গ্রহন করেন।
তদন্ত কমিটি প্রতিবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল এর কাছে দাখিল করবেন।
উল্লেখ্য গত ৩০ জুলাই ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী উর্মি খাতুনকে মারপিট করে প্রধান শিক্ষিক রঞ্জিতা দাস। এঘটনায় শিক্ষার্থীর পিতা মোঃ ছায়েম আলী গাজী বাদী হয়ে গত ৩ আগষ্ট খুলনার শিক্ষা ও আইসিটির অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, চেয়ারম্যান মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ ও সভাপতি বেতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় এই ৬ টি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। এঘটনাকে কেন্দ্র করে ২জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্তে আসেন।
এব্যাপারে অভিভাবক মোঃ সায়েম আলী গাজী ও বাবলুর রহমান শেখ বলেন, প্রধান শিক্ষককে বদলী না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
(3)