ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতা: খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক বাণিজ্যের পায়তারার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের দুই জন দাতা সদস্য প্রতিকার চেয়ে মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করলে বিষয়টি তিনি বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে,ডুমুরিয়া উপজেলার তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্য পদে আগামী ১৭ ডিসেম্বর নিয়োগ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ডুমুরিয়ার কে,কে,বি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে মোটা অংকের অর্থের চুক্তির বিনিময়ে তাকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার পায়তারা করছে। এছাড়া বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক ২০২০ সালে বিদ্যালয়ের জেনারেল ফান্ডের যাবতীয় অর্থ কমিটির রেজুলেশন ছাড়াই উত্তোলন করছে যা সম্পূর্ণ বেআইনী।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সাধারণ অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ছে। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য অভিমন্য রায় এবং বিদ্যালয়ের ভূমিদাতা ভবদীশ চন্দ্র সানা মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে নিয়োগ কার্যক্রম স্হগিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেয়ার দাবী জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) সমরেন্দ্র নাথ মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রধান শিক্ষক নিয়োগে কারো সাথে আর্থিক চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি সঠিক নয়।
এ ছাড়া আমি গত অক্টোবর মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়ীত্বে রয়েছি। এই সময়ের মধ্যে স্কুল ফান্ডের কোন টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়নি। তিনি আরো জানান,উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনা মোতাবেক কমিটির সভাপতি মহোদয় আমাকে নিয়োগ কার্যক্রম স্হগিত রাখার ঘোষনা দিতে বলেছেন।
(108)