ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত শহীদ শেখ কবিরুল ইসলাম (কবির) এর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার(৫ জানুয়ারী) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্যদেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড রবীন্দ্র নাথ মন্ডল ও অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,উপজেলা আ’লীগ সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবু হানিফ।
আরো বক্তব্যদেন আ’লীগ নেতা শেখ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র দে, মোল্যা সোহেল রানা,আছফর হোসেন জোয়ারদার, যুবলীগ নেতা এ্যাড আশরাফুল ইসলাম রাজু, শেখ ইকবাল হোসেন, মোল্যা জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম আন্টু, মাসুদ রানা নান্টু, সুমি আক্তার, মেহেদী হাসান রাজা, ছাত্রলীগ নেতা খান আবুল বাসার ও শেখ মাসুদ রানা প্রমূখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে কোরআন খতম, মরহুমের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতৃবৃন্দ।
(1)