বিপুল আয়োজন ও ধর্মীয় আলোচনা’র মধ্য দিয়ে ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের বাদুরগাছা মহা-শশ্মান মঠমন্দিরে ৭ম বর্ষীয় শ্রী শ্রী শ্যামা পূঁজা সম্পন্ন হয়েছে। তিন দিন ব্যাপি এই ধর্মীয় উৎসব গত সোমবার সন্ধ্যায় এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর মঙ্গলবার সকালে গীতা-পাঠ ও ধর্মীয় আলোচনা হয় এবং রাতে শ্রী শ্রী শ্যামা পূঁজা অনুষ্ঠিত হয়। পর দিন বুধবার বিকেলে শুরু হয় আকর্শনীয় ৮দলীয় মহিলা দলের দড়া-টানা প্রতিযোগিতা। জনপ্রিয় এ খেলা দেখার জন্য সকাল থেকেই হাজার হাজার দর্শক মঠ-মন্দির মাঠে এসে উপস্থিত হয়। প্রতিযোগিতায় বৈঠাহারা মহিলা দল, কাঠালিয়া মহিলা দল, বলাবুনিয়া মহিলা দল, বাগআঁচড়া মহিলা দল, পার-মাদারতলা মহিলা দল, জিয়ালতলা মহিলা দল, মাধবকাঠি মহিলা দল ও কাঠবুনিয়া মহিলা দল অংশ গ্রহন করে। খেলায় প্রত্যেক দল গঠিত হয় বিশাল দেহের ও শক্তির অধিকারী এমন সাতজন খেলোয়াড় নিয়ে। এরপর প্রথম রাউন্ডে উভয় দলের মধ্যে দড়িটানা প্রতিযোগিতা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল সেমি-ফাইনালে পৌঁছায়। এরপর নক-আউট পদ্ধতিতে বৈঠাহারা দল ও কাঠালিয়া দল বিজয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। চুড়ান্ত পর্বের এ খেলায় বৈঠাহারা দল কাঠালিয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি প্রনব কান্তি সরদারের সভাপতিত্বে পুরুস্কার বিতরন সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর চ্যাম্পিয়ন পুরুস্কার একটি গরু বিজয়ী দলের অধিনায়কের হাতে তুলে দেন। পরে বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গণি রানার্সআপ দলের হাতে দ্বিতীয় পুরুস্কার একটি কালার টিভি তুলে দেন এবং তৃতীয় স্থান লাভকারী বলাবুনিয়া দলের হাতে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু একটি মোবাইল সেট তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিবপদ গোলদার, ডাঃ কমলেশ সরদার, স্থানীয় ক্যাম্প ইনচার্জ কামরুজ্জামান, দিপক কুমার তরফদার, ইউপি সদস্য নিখিল রঞ্জন রায়, রিতিকা রানী মন্ডল, গিরিশ চন্দ্র ঢালী ও দেবব্রত সরদার প্রমুখ।