ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আঠারমাইল বাজার বাসস্ট্যান্ড চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরাঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামরুল ইসলাম মোড়ল।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। প্রধান বক্তা ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, আওয়ামীলীগ নেতা আজগর আলী বিশ্বাস তারা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, নাজিবুর রহমান নাজু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল।
বক্তব্য রাখেন মোল্যা সোহেল রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবল হোসেন, মাষ্টার নিছার উদ্দিন সানা, সুরঞ্জন ঘোষ, শেখ আবু হাসান, উপজেলা কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, শেখ রফিকুল ইসলাম, সম রোকনুজ্জামান মন্টু, আব্দুল হালিম রাজু, প্রভাষক শংকর কুমার রায়, জাকির হোসেন মিল্টন, সম ইকবল হোসেন সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার প্রমুখ।
(0)