ডুমুরিয়া উপজেলায় আসান্ন যিশু খ্রিষ্টের জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন মেথোডিক্ট চার্চগুলোতে বিগত বৎসের ন্যায় দেয়া সরকারী অনুদান অব্যাহত রাখার দাবী জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডুমুরিয়া উপজেলায় বিগত অর্থ বছরে যিশু খ্রিষ্টের জন্মদিন পালন উপলক্ষে উপজেলায় অবস্থিত ১৮টি মেথোডিক্ট চার্চের জন্য সরকারী ভাবে সাড়ে ৫ মে.টন চাউল বরাদ্ধ করা হয়। হীল বাংলাদেশ চার্চ, রামকৃষ্ণপুর মেথোডিক্ট চার্চ, মাদারতলা মেথোডিক্ট চার্চ, টিপনা, সিংগা, বরাতিয়া, শোভনা সহ উপজেলার বিভিন্ন এলকায় অবস্থিত মেথোডিক্ট চার্চগুলোতে ঐ চাউল বিক্রয় লব্দ অর্থ ভাগ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে হীল বাংলাদেশ চার্চের জেনারেল সেক্রেটারী স্বপন সরকার বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা বিভিন্ন চার্চগুলোতে যিশু খ্রিষ্টের জন্মদিন যথাযজ্ঞ মর্যাদায় পালনে সরকারী যে সহায়তা পাচ্ছি তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলায় একমাত্র আমাদের চার্চটি সম্পূর্ন নিজস্ব ভাবে পরিচালনা করা হয়। আগামী বছর গুলোতেও আমরা সরকারী সহায়তা অব্যাহত রাখার দাবি জানাচ্ছি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের বলেন বিগত অর্থ বছরে চার্চগুলোর জন্য সরকারী ভাবে সাড়ে ৫ মে. টন চাউল বরাদ্ধ করা হয়। বরাদ্ধকৃত চাউল বিক্রয় করে মেথোডিক্ট চার্চগুলোর মধ্যে বন্টন করে দেওয়া হয়। চলতি বছরের জন্য এখনও কোন বরাদ্ধ পাওয়া যায় নি।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)