

বুধবার দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া লতিফ ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্ব আহত ৫ জনকে খুমেক হাসপাতালে র্ভতি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদশী সুত্রে জানা গেছে খুলনা বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস পাইকগাছার উদ্যেশে ছেড়ে আসে (যার নং খুলনা – ব-৬৯৪ ) দুপুর ১ টার দিকে খুলনা সাতক্ষীরা মাহসড়কের গুটুদিয়া এলাকার লতিফ ফিলিং স্টেশনের সামনে পৌছালে চলন্তগামী বাসটি বেরেকের ষ্টান্ডিং ভেঙ্গে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর একটি বাবলা গাছে আঘাত করলে বাসটি রাস্তার উপর উল্টে পড়ে।
এসময় বাসের মধ্যে থাকা যাত্রীদের কমবেশি আঘাত প্রাপ্ত হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আহতদের উদ্বার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন কয়রা উপজেলার পঞ্চ বর্মন(৪৫) ডুমুরিয়ার খর্নিয়া এলকার আফজাল হোসেন(৫০) কয়রার আঃ রহমান(২৪), জাহাঙ্গীর হোসেন(২৬) আশাশনি উপজেলার আজহার(২৫) পাইকগাছার ওমর আলী(২২) ডুমুরিয়ার আঃ ছাত্তার(৩০) কয়রার বাছিরুল(৩৫) গোলনার কৃষ্ণ দাস(৩৭) ডুমুরিয়ার শহিদুল ইসলাম(৩২) রুপসার সজিব(১৬) পাইকগাছার জাহানারা(২৮) রেহেনা বেগম ৩৪) জোহরা খাতুন(৩০) ,চুকনগরের মারুফা বেগম(৩০) কয়রার হাফিজা বেগম(৩৫) ও কামরুনাহার লিপি (৩২) এদের মধ্যে গুরুত্ব ৫ জনকে খুমেক হাসপাতালে প্রেরন করা হয়। দু’ঘটনার পর বাসটি রান্তায় উপর পড়ে থাকায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর ,আওয়ামীলীগও যুবলীগ,সদর ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ মোল্যা কবির হোসেন সহ বিভিন্ন পেশার লোক ঘটনাস্থলে যান।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(8)