ডুমুরিয়া থেকে অপহুত যুবক বিপ্লব গাজী (১৮) কে প্রায় এক বছর পর ফুলতলা থেকে পুলিশ উদ্ধার করেছে। ফুলতলা বাজার থেকে তাকে রবিবার পুলিশ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া যুবক বর্তমানে সিআইডি পুলিশ হেফাজতে রয়েছে। গত বছর ডিসেম্বর মাসের ১১ তারিখে ওই যুবকের মা ফাতেমা বেগম বাদী হয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাদেও নামে অপহরণ মামলা দায়ের করে।
পুলিশ জানায়, জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ঘোষগাতী গ্রামের সেলিম গাজীর ছেলে বিপ্লব গাজী বাড়ি থেকে নিখোঁজ হয়। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বিপ্লবের মা ফাতেমা ৫জনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি অপহরণ ও গুমের মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সাহস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ ৭ জনকে আসামী করা হয়। পুলিশ অপহুত যুবককে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরবর্তীতে ডুমুরিয়া থানা থেকে মামলাটি সিআইডি ( ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ)তে স্থানান্তর করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানা পুলিশের সহায়তায় সিআইডি পুলিশ ফুলতলা বাজার থেকে রবিবার বিপ্লবকে উদ্ধার করে। বিপ্লবকে সিআইডি পুলিশ তাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে।
স্থানীয় এলাকাবাসীর সাথে সোমবার সকালে সাহস নোয়াকাটি বাজারে কথা হলে তারা জানান, অপহরণ ঘটনাটি সম্পূর্ন মিথ্যা। বিপ্লব বাড়ি থেকে নিজে আত্মগোপনে চলে যায়। তার এই আত্মগোপনে চলে যাওয়াকে পুঁজি করে বিপ্লবের স্বজনেরা প্রতিপক্ষকে ফাসাতে মিথ্যা অপহরণ মামলাসহ বেশ কয়েকটি মামলা দায়ের করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কর্মকর্তা উপ-পরিশর্দক মো: হোসেন আলী জানান, অপহুত যুবককে উদ্ধার কওে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মা বাবাকে খবর দেয়া হলে তারা তাকে সনাক্ত করে। অপহুত যুবক আসলে অপহরণ হয়েছিল নাকি নিজেই আত্মগোপনে গিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তাকে হেফাজতে রেখে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পওে তাকে আদালতে দেয়া হবে। আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এ ব্যাপাওে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. মশিউর রহমান বলেন, সাহস ঘোষগাতি গ্রামের সেলিম গাজীর ছেলে অপহরণ হয়েছে এমন অভিযোগে তার মা ফাতেমা বেগম বাদী হয়ে থানায় ,মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে রয়েছে। মামলার ভিকটিম যতি নিজে আত্মগোপনে গিয়ে থাকে তবে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(6)