ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর।
বিশেষ অতিথি’র বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সিফাত মেহনাজ ও ওসি মোঃ তাজুল ইসলাম। সভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন রংপুর আইসি ক্যাম্প ইনচার্জ এনায়েত আলী, পিসি মো: কওসার আলী, সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বসাক, আদিত্য মন্ডল, চিত্ত রঞ্জন বালা, ইউপি সদস্য প্রসান্ত মন্ডল, সঞ্জয় মল্লিক, নারায়ন মল্লিক, নির্ঝর সরকার, শিবপ্রসাদ বৈরাগী, সুমঙ্গল রায়, তরুন সরকার, সুদাম গোলদার, সত্য রঞ্জন মন্ডল, পঞ্চানন বিশ্বাস, মাধুরী মল্লিক, প্রমিলা সরকার, অঞ্জনা মল্লিক, সাগরিকা মন্ডল, গৌরি বসাক, নিত্য মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ড, জুয়াড়ি, মাদকসহ সকল অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(5)