উপজেলা শিক্ষা অফিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার সাহস নোয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়। এতে অভিভাবকদের মধ্যে থেকে দু’টি প্যানেলে বিভক্ত হয়ে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুসের প্যানেল থেকে আবুল কালাম, নিখিল রঞ্জন সরদার, নজরুল ইসলাম মোল্যা, গৌর কিশোর রায় ও আফরোজা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে অন্য প্যানেল থেকে মোঃ আছাবুর রহমান, দীনবন্ধু মন্ডল, হারুন অর রশিদ মোড়ল, মহব্বত হোসেন মোল্যা ও ফতেমা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ অক্টোবর মনোনয়ন বাছাই, ৬ অক্টোবর পত্যাহার এবং ১৭ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচনকে ঘিরে দু’ক্ষের মধ্যেই ব্যাপক প্রচার-প্রচরনা শুরু হয়েছে।
-আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)