ডুমুরিয়ার সাহস নোয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৩৮ জন ভোটারের মধ্যে ৫১৪ জন ভোটার ভোট দেন। নির্বাচনে আবুল কালাম মোড়ল ২৫৭ ভোট পেয়ে প্রথম, দ্বিতীয় হয় আছাবুর রহমান মোল্যা ২৫০ ভোট, তৃতীয় হয় গৌর কিশোর সরদার ২৪৯ ভোট ও মোঃ কারিমুল ইসলাম ২৪৬ ভোট পেয়ে চতুর্থ স্থান লাভ করে। নির্বাচন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ উৎসুক জনতার মাঝে ফলাফল ঘোষনা করেন। এর আগে বিনা-প্রতিন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় আফরোজা বেগম, দাতা সদস্য পদে মহাব্বত হোসেন মোল্যা, শিক্ষক প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান, মধুসুধন ঢালী ও রাখি মল্লিক জয়লাভ করেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)