ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে খুলনার ডুমুরিয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে ৩’শ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্য পুস্তক তুলে দেয়ার কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনেই স্ব স্ব বিদ্যালয়ে শিক্ষার্থী অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার ২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩০টি কিন্ডার গার্টেন স্কুল,৩৬টি এবতেদায়ী ও দাখিল স্তরের মাদ্রাসা এবং ৬৬ টি নিম্ম মাধ্যমিক/ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে সরকারি নির্দেশনা ও স্বাস্হ্য বিধি মেনে অনানুষ্ঠানিক ভাবে স্ব স্ব বিদ্যালয়ে শিক্ষার্থী অভিভাবকদের হাতে বই বিতরণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাজিয়াড়া সরকারি(মডেল) প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডুমুরিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- ব্যবস্হাপনা কমিটির উপস্হিতিতে অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হয়।
বই বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
(3)