ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ্যোগে গ্রামীন অবকাঠামো সংস্কার ও গ্রামীন অবকাঠামো রক্ষাবেক্ষন কমিটির ১৪ইউনিয়ন পরিষদে অগ্নি নির্বাপক যন্ত্র, ইলেকট্রিক হেক্সস মেশিন বিতরন করেছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ পরিষদের ইউপি চেয়ারম্যানদের হাতে এসব তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, ইউপি চেয়ারম্যান জহুরুল হক, মনোজিৎ বালা, গাজী তৌহিদুল ইসলাম, শেখ দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন, শেখ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম, গাজী হুমায়ন কবির বুলু, অধ্যক্ষ সমারেশ মন্ডল, শেখ তুহিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রাসেল আহম্মেদ প্রমুখ।
(2)