ডুমুরিয়া প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনে খুলনার ডুমুরিয়া উপজেলার ঘ্যাংরাইল, হাতিটানা ও চিলা নদীতে অবৈধনেট-পাটা, বাঁধ অপসারণ অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার শোভনা ও মাগুরখালী ইউনিয়নের ঘ্যাংরাইল, হাতিটানা ও চিলা নদীসহ বিভিন্ন খালে এক শ্রেণির অসাধু ব্যক্তি অবৈধ ভাবে নেট-পাটা, বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছে। ফলে নদী-খালের স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টিসহ কৃষকদের চাষাবাদ ব্যহত হচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ তিনটি নদী-খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অন্তত ৫০টি স্হানের নেট-পাটা, বাঁধ অপসারণ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগীতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ‘থানা ও মাদারতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা।
(2)