ডুমুরিয়া উপজেলার থুকড়াস্থ অগ্রণী বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন শুক্রবার সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ২০১৫-২০১৫ অর্থবছরের আয় ব্যয় হিসাব বিবরনী উত্থাপন ও শ্রেষ্ঠ্য সদস্যদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, অগ্রণী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি বুদ্ধিশ্বর কুমার রায়। ২০১৫-২০১৬ অর্থবছরের আয় ব্যয় ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, প্রিন্সিপাল অফিসার শেখ আব্দুল্লাহ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা হারুনার রশিদ, জেলা সমবায় পরিদর্শক খান আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার জসিম উদ্দিন, এয়াকুব আলী খান, মো: হেমায়েত হোসেন, শফিকুল ইসলাম, খান খোরশেদ আলম, রংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌমিত্র কুমার মন্ডল, খ ম নুর আহমেদ মুকুল, প্রভাষক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক জি এম ফিরোজ, শফিকুল ইসলাম, ছবি রাণী বালা, সাইফুল আলম, মোল্যা নিজাম উদ্দিন, জাহানারা বেগম প্রমূখ।
বার্ষিক সাধারণ সভায় সমিতির শ্রেষ্ঠ্য সদস্যদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(13)