আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন-৩’ অভিযান চালিয়ে ৬ বান্ডিল ভারতীয় শাড়ি ও শীতের টুপিসহ এক চোরাচালানীকে আটক করেছে। সোমবার দুপুরে ডুমুরিয়া বাসষ্টান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আমর্ড পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা মিহির কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাত্রীবাহী বাস যোগে একটি চোরাচালানী দল ভারতীয় মালামাল নিয়ে খুলনা অভিমুখে যাচ্ছে। পরে সঙ্গীয় ফোর্সসহ ডুমুরিয়া উপজেলার বাসষ্টান্ড এলাকায় ওই বাসে তল্লাশি চালিয়ে ৬ বান্ডিল ভারতীয় শাড়ি ও শীতের টুপিসহ আবু তালেব গাজী (৩০) নামের এক চোরাচালানীকে আটক করা হয়।
সে সাতক্ষীরা জেলা সদরের মতলেব গাজীর ছেলে। পরে উদ্ধারকৃত মালামাল ও আসামীকে ডুমুরিয়া থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি এম মসিউর রহমান জানান, আটক চোরাচালানীর বিরুদ্ধে মামলা দায়ের ও আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)