নারী নিয়ে অসামাজিক কার্য কলাপ করার সময় হাতে নাতে ধরা খেলেন খুলনার ডুমুরিয়ার চুকনগর বাজারের আব্দুল্লাহ মোটরস এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও তার অপর এক সহযোগী।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর রাতে থানার গুটুদিয়া নামক এলাকায়। এ ঘটনায় থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।
সাধারণ ডায়েরী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার চুকনগর বাজারের মেসার্স আব্দুল্লাহ মোটরস এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন(২৭) ও তার সহযোগী কেশবপুর থানা এলাকার শোভন মন্ডল(২৬)শনিবার ভোর রাতে থানার গুটুদিয়া এলাকার ফুটবল মাঠের পাশে এক নারীকে ঢাকা মেট্রো-ও ০০-০৬৩৯ নাম্বারের একটি প্রাইভেট কারের মধ্যে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়।
বিষয়টি স্হানীয় গুটুদিয়া বাজার পাহারাদারদের দৃষ্টি গোচর হলে তারা প্রাইভেট কারটি আটকিয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্হলে হাজির হয়ে মামুন ও তার সহযোগী এবং ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া(বিপিএম)বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি এন্ট্রি করে আটক তিন জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(17)