বিশিষ্ট অর্থনীতিবিদ ও আওয়ামীলীগ নেতা প্রফেসর ড. মাহাবুব-উল ইসলাম সোমবার দিনব্যপী আটলিয়া ইউনিয়নের দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি ইউনিয়নের চুকনগর, চাকুন্দিয়া, নরনিয়া, কাঁঠালতলা, মঠবাড়িয়া, মালতিয়া, নিচুখালি, কুলবাড়িয়া, রোস্তমপুর, বরাতিয়া, আটলিয়া গ্রামের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তার সাথে উপস্থিত ছিলেন কাজী জসিমউদ্দিন মুক্ত, শেখ মুজিবুর রহমান, ব্যাংকার অবঃ সরদার সাইফুল কাদির, মাষ্টার সিরাজুল ইসলাম, শেখ ইসহাক আলী, সরদার আব্দুস ছবুর, কামরুল ইসলাম, স.ম.সিদ্দিকুর রহমান, ইসলাম কাগজী, খাজা আব্দুল মজিদ, মাসুম, আঃ জব্বার, সাগর খলিফা, ছবুর ফকির, মিলটন সানা, লিয়ন শেখ, ইয়াছিন শেখ, নাইম উদ্দিন, রাজা শেখ, তুহিন জমাদ্দার, ইমরান ফারাজী, কাজী হাসান প্রমুখ।
-আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(2)