ডুুমুরিয়ার বিশিষ্ট আওয়ামীলীগ নেতা প্রফেসর ড. মাহবুব উল ইসলাম এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়, দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ঈদের আগে ও পরে শুবেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি উত্তর ডুমুরিয়ার শলুয়া বাজার রাধাকৃষ্ণ মন্দির, কালিতলা, রংপুর বটতলা, রংপুর কলেজ, গাজীতলা, কাটাখাল বাজার, সাড়াতলা, রংপুর কালিবাটি, গজেন্দ্রপুর, রূপরামপুর এলাকায় মানুষের সাথে মত ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন; কাজী জসিম উদ্দিন মুক্ত, বিনয় বৈরাগী, দিপঙ্কর মিস্ত্রী, আ. রহিম গাজী, বাবুল মোল্যা, গোকুল হালদার, শেখ মুজিবুর রহমান, পবিত্র বিশ্বাস, মাসুদ রানা, আ. জব্বার, হিমাংশু মন্ডল, আনারুল সরদার, ইমরান ফারাজী, কাজী হাসান প্রমূখ।
-আ. লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(17)