নির্বাচনের দলীয় প্রার্থীর বিপক্ষে কয়েকজন প্রভাবশালী নেতা অবস্থান নেয়ায় দলীয় মনোনীত প্রার্থী পরাজিত হন। এমনকি সেই বিরোধর জের ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ ও সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গণি নির্বাচনে পরাজিত হন। এরপর দলীয় নেতাদের চরিত্র হরণ করে সংবাদ সম্মেলন পাল্টা সম্মেলনও অনুষ্ঠিত হয়।
সর্বশেষ বিরোধটি প্রকাশ্য রুপ নিয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে। বৃহস্পতিবার ডুমুরিয়ায় উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এর একটি হচ্ছে উপজেলা সভাপতি প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ও অপর অনুষ্ঠানটি হযেছে উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদের আয়োজনে।
জানা যায়, গত কয়েকদিন আগে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান করা লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাসভবনে দলের কয়েকজন সাবেক জেষ্ঠ্য নেতাদের ডাকা হয়। উপজেলা সভাপতি উপস্থিত নেতাদেরকে জানান, ইফতার মাহফিল আয়োজন করতে হবে। এজন্য উপজেলা সাধারণ সম্পাদককে ডেকেছিলাম সে তো আসেনি।
তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকনকে আহবায়ক ও সাবেক সহ- সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দারকে সদস্য সচির করে প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যানারে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সে লক্ষ্যে দাওয়াত পত্রও বিলি করা হয়।
ওই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মোস্তফা রশিদী সুজাকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়। উপজেলা ক্যাম্পাসের এ অনুষ্ঠান আয়োজন করা হলেও দলীয় কার্যালয়ে কোন কমৃসূচি ছিল না। তাই সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আযোজন করেন।
কিন্তু গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে সাবেক সভাপতি তালা লাগিয়ে চাবি নিয়ে যান। তাছাড়া বুধবার উপজেলা প্রশাসন আযোজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যলয়ে সকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের ঘোষনা দেয়া হয়। এ ঘোষণার পর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ দলীয় কার্যালযে অনুষ্ঠান পরিবর্তন করে ডুমুরিয়া বাস ষ্ট্যান্ড চত্বরে পুনঃস্থান নির্ধারণ করেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া বাস ষ্টান্ড চত্বরে দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন, র্যালী ও পরে আলোচনা সভার আযোজন করে।
ওই কর্মর্সূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, আবু সাঈদ সরদার সৈয়দ, চেয়ারম্যান শাকুর উদ্দিন, সরদার আব্দুল গণি, অধ্যাপক কে এম হযরত আলী , অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, সাংবাদিক আব্দুল লতিফ, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ নুরুল ইসলাম. কাজী আলমগীর হোসেন, আমজাদ হোসেন ফকির, শেখ মাসুদ রানা, জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম সেতু, শেখ লুৎফর রহমান, আলেয়া বেগম, প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,মৎস্য ও প্রানি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি তার অনুসারী নেতা কর্মীদের নিয়ে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে বিকেলে উপজেলা চত্বরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংগাঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, জেলা ছাত্র ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবীর বুলু, চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্যোহী প্রার্থী হওযায় সুরঞ্জিতকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়। দল থেকে বহিস্কৃত ব্যক্তি দলীয় অনুষ্ঠানে মঞ্চে বসায় সাধারণ নেতা-কর্মীদের মাঝে ক্ষুব্ধতা দেখা দেয়।
প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সাবেক সহ সভাপতি মো: শাহনেওযাজ হোসেন জোয়াদ্দার বলেন, সভাপতি মহোদয় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ প্রতিষ্ঠা বার্ষিকী ও ই্ফতার মাহফিল বাস্তবায়নের জন্য দায়িত্ব দিযেছেন সে অনুযায়ী কাজ করছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন আল মাসুদ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য কোন সভা না করা বা এর উদ্যোগ না দেখে আমি প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য অনুষ্ঠানের আয়োজ ন করেছি। তিনি বলেন, দলীয় কোন কাজে আমাকে সভাপতি মহোদয় কিছু জানান না। জেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদী বলেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর উদ্দিন মাসুদ জানিয়েছেন তাই অনুষ্ঠানে যোগ দিয়েছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোস্তফা কামাল খোকন ও শাহনেওযাজ হোসেন জোয়াদ্দার দলীয় কোন সভা বা অনুষ্ঠানের আয়োজন করার এখতিয়ার রাখেন না। প্রসঙ্গতঃ গত রোববার ১৪ দল ঘোষিত কেন্দ্রেীয় কমৃসূচি ডুমুরিয়ায় পালিত হয়নি।
ওইদিন ১৪ দল দেশব্যাপি জঙ্গীবাদ ও সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ র্কমসূচি গ্রহণ করে।
-মোঃ আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা।
(141)