ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৫ টিমোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে থানা পুলিশের এক প্রেস ব্রিফিং এ জানানো হয়েছ, ডুমুরিয়া থানা-পুলিশ দুই মাসব্যাপী অভিযানের মাধ্যমে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার কাকশিয়ালী গ্রামের মোঃ সালাউদ্দীন(৩১), নগরীর লবনচরা থানার জিরোপয়েন্ট এলাকার মোঃ সম্রাট ইসলাম শান্ত(১৯), ডুমুরিয়া থানার দক্ষিন মিকশিমিল গ্রামের মোঃ শরিফুল ইসলাম গাজী(৩০) এবং যশোর জেলার কেশবপুর থানার মোঙ্গলকোট গ্রামের মোঃ মিজানুর রহমান(২৬) কে গ্রেপ্তার করে।
আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) তানভীর আহমেদ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কনি মিয়া(বিপিএম)সহ থানা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্হিত ছিলেন।
(6)