ডুমুরিয়ায় বুধবার দিনব্যাপী বিশিষ্ট অর্থনীতিবিদ ও আ’লীগ নেতা প্রফেসর ড. মাহাবুব-উল ইসলাম উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে মত বিনিময় করেন।
তিনি কোমরাইল, আন্দুলিয়া, শাহপুর, রঘুনাথপুর, কৃষ্ণনগর, দেড়ুলী, থুকড়া, রুপরামপুর, গজেন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
উপস্থিত ছিলেন কাজী জসীমউদ্দীন মুক্ত, শেখ মুজিবুর রহমান, ইসলাম কাজী, খাজা আঃ মজিদ, মোঃ রমজান আলী, শেখ মাসুদ রানা, আঃ জব্বার, প্রসেনজিৎ বিশ্বাস, সাগর খলিফা, সবুর ফকির, সোহেল সরদার, অভি সরদার, ইমরান ফারাজী, মামুনুর রশিদ, কুমুদ রঞ্জন, তরিকুল ইসলাম, মিলটন সানা, লিয়ন শেখ, ইসমাইল হোসেন, ইয়াসিন শেখ, নাঈম শেখ, তানভীর আহমেদ, আলামিন মোল্যা, বিশ্বজিৎ, অনিমেষ, কাজী হাসান প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(5)