ডুমুরিয়া প্রতিনিধি: খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী আব্দুল হাদী স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এবং বিকেলে শাহাপুর বাজার চত্বরে রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সহসভাপতি শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অন্যানের মধ্যে বক্তব্যদেন জেলা আ’লীগ নেতা সরদার আবু সালেহ, উপজেলা আ’লীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, জি,এম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্যা সোহেল রানা, গোবিন্দ ঘোষ, খান আবুল বাসার প্রমূখ। অপরদিকে বিকেলে শাহাপুর বাজার চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রঘুনাথপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি খান শাকুর উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগ সদস্য ও ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নাজিবুর রহমান নাজু, শ,ম খলিলুর রহমান, আবু সাঈদ সরদার, এম,এম সুলতান, জি এম ফারুক, ডা, দীন মোহাম্মদ খোকা, বিমল কৃষ্ণ বসাক, যুবলীগ নেতা গোবিন্দ কুমার ঘোষ, ছাত্রলীগের মাসুদ রানা, অরিন্দম মল্লিক, মঞ্জুর রশিদ রনো, এস এম মেসবাহুল আলম টুটুল, সরদার মাহমুদ আলী, কাজী মেহেদী হাসান বিল্লাল, মাস্টার শহিদুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জিল্লুর রহমান আকুঞ্জী। দোয়া মাহফিল দ্বয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এ ছাড়া মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সনাতন ধর্মাবলম্বী মানুষ হাজির হন।
(3)