ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনেশিয়ান রায়হান আল রশিদকে মারপিটের ঘটনায় গ্রেফকৃত আ’লীগ নেতা কাজী ইমদাদুল হককে মঙ্গলবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি (ল্যাব) রায়হান আল রশিদ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে দায়িত্বপালনকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী ইমদাদুল হক(৫৮) একজন রোগীনিকে অনিয়মতান্ত্রিকভাবে তার রক্ত পরিক্ষার জন্য ওই টেকনিশিয়ানকে চাপ প্রয়োগ করে। তখন টেকনিশিয়ান ওই রোগীকে কিছুক্ষন অপেক্ষার জন্য বলে। এতে ক্ষিপ্ত হয়ে আ’লীগ নেতা কাজী ইমদাদুল হক টেকনিশিয়ানের উপর চড়াও হয়ে তাকে কিলঘুষি মেরে ফোলা জখম করে। ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই গোলাম মর্তুজা বলেন, রাতে ইমদাদুল হককে আটক করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)