বিশিষ্ট অর্থনীতিবিদ ও আ’লীগ নেতা ড. মাহাবুব-উল ইসলাম বৃহস্পতিবার দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন।
মত বিনিময়কালে তিনি চাঁদগড়, আকড়া, ভুলবাড়িয়া, বানিয়াখালী, সেনপাড়া, দেলভিটা, বৃত্তিভুলবাড়িয়া ও শরাফপুর সহ বিভিন্ন এলাকার স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।
সাথে ছিলেন আ’লীগ নেতা জবেদ আলী খাঁ, আরব আলী শেখ, ছাত্তার সরদার, বাবলু মন্ডল, কাজী জসিম উদ্দীন মুক্ত, শেখ মুজিবুর রহমান, কামরুজ্জামান টিপু, খাজা আঃ মজিদ, ইসলাম কাজী, মাসুদ রানা, আঃ জব্বার, সাগর খলিফা, টুটুল শেখ, ওলিয়ার শেখ, মিলটন সানা, আশরাফ শেখ, মইন শেখ, মিঠু শেখ, কাজী হাসান সহ প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)