ডুমুরিয়া প্রতিনিধি: খুলনা জেলা পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে খুলনার ডুমুরিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম,পি। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল ও মোস্তফা কামাল খোকন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ।
সভায় বক্তব্যদেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন পারভীন, চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, বিমল কৃষ্ণ সানা, গাজী তৌহিদুল ইসলাম, মনোজিত বালা, মোল্যা মাহাবুর রহমান, শেখ দিদারুল হোসেন দিদার, সমরেশ মন্ডল, গাজী হুমায়ুন কবির বুলু, শেখ রফিকুল ইসলাম হেলাল, সুরঞ্জিত কুমার বৈদ্য, শেখ রবিউল ইসলাম, ইউপি সদস্য আবু বক্কার খান, সঞ্জয় বিশ্বাস, দেবব্রত সরদার ও শেখ লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার ও প্রভাষক জিএম ফারুক হোসেন। সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্হিত ছিলেন।
(2)